প্রকাশিত: Mon, Dec 25, 2023 10:08 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:19 AM

[১]বিএনপি এখন ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২]  ড. এ কে আব্দুল মোমেন বলেন,  নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে। সবাই নিজে নিজে কাজ করছে। নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল ছিল কিন্তু এখন ধ্বংসের পথে। বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয় তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনও জয়লাভ করেনি।

[৩] সোমবার সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনি প্রচারণার সময় এ কথা বলেন তিনি।

[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে আর করে যাবে।

[৫] তিনি আরো বলেন, আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করবো। যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাবো। সম্পাদনা: মুরাদ হাসান